বেঙ্গালুরু, কর্ণাটক, ২৪ জুন।। প্রথম ইনিংসে লিড নেওয়ার দুরূহ কাজটা সেরে নিচ্ছে মধ্যপ্রদেশ। পাঁচ দিবসীয় টেস্ট ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষে
মধ্যপ্রদেশ-ই চালকের আসনে উঠে এসেছে। আগামী দু’দিন তেমন কোনো অঘটন না ঘটলে এবারের রঞ্জি ট্রফি মূলতঃ মধ্যপ্রদেশের দোরগোড়ায়। সেয়ানে সেয়ানে লড়াই বলে কথা। যতদূর মনে হচ্ছে এবারকার রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ, মুম্বাই ও মধ্যপ্রদেশের মধ্যে খেলাটি ড্র-তে নিষ্পত্তি হবে। ঠিক এই মুহূর্তে মধ্যপ্রদেশ ৬ রানে পিছিয়ে রয়েছে ঠিকই, কিন্তু তাদের হাতে আরও সাত সাতটি উইকেট বর্তমান। ওপেনার যশ দুবে ও শুভম শর্মার প্রথম উইকেটের জুটি দুর্দান্ত খেলে দলের জন্য ২২২ রানের পার্টনারশিপ দলকে সাফল্যের কনফিডেন্স লেভেল অনেক উঁচুতে তুলে আনে। দলীয় ২৬৯ রানের মাথায় শুভম ব্যক্তিগত ১১৬ রানে মোহিত অভস্থির বলে হার্দিক জিতেন্দ্র তোমরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলে পুনরায় যশ জুড়ি বাঁধে রজত পাতিদারের সঙ্গে। যশ, পাতিদার জুটি দলের জন্য ৭২ রান যোগ করলে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে লিড নেওয়ার মনোবল পেয়ে যায়। অতঃপর দলীয় ৩৪১রানের মাথায় যশ ব্যক্তিগত ১৩৩ রানে মুলানির বলে হার্দিক জিতেন্দ্রর হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরে। চতুর্থ উইকেটের জুটিতে রজত-আদিত্য দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২৭ রান যোগ করে নাইট ওয়াচম্যান-এর ভূমিকায় থেকে যায়। রজত পাতিদার ৬৭ রানে এবং অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব ১১ রানে উইকেটে রয়েছেন। মুম্বাইয়ের তুষার দেশপান্ডে, মোহিত অভস্থি ও মুলানি প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। উল্লেখ্য, এম, চিন্নাস্বামী স্টেডিয়াম গত বুধবার ম্যাচ শুরুতে টস জিতে মুম্বাইয়ের অধিনায়ক পৃথ্বী শাহ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দেড় দিনে মুম্বাই ১২৭.৪ ওভার খেলে ৩৭৪ রানে প্রথম ইনিংস শেষ করে। দলের পক্ষে সরফরাজ খানের ১৩৪ রান এবং যশস্বী ভূপেন্দ্র ৭৮ রান উল্লেখযোগ্য। গৌরব যাদব পেয়েছে চারটি উইকেট ১০৬ রানের বিনিময়ে। জবাবে মধ্যপ্রদেশ দেড় দিনের খেলায় ১২৩ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ৩৬৮ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে যশ দুবের ১৩৩ রান এবং শুভম শর্মার ১১৬ রান উল্লেখযোগ্য।
2022-06-24